কনের বাহারি ওড়না
গাউনের সঙ্গে ভেইল। ঐতিহ্যবাহী বাঙালি কনের শাড়ির সঙ্গে ওড়না। ভাষা আলাদা, জিনিস কিন্তু একই। ওড়না কনের পোশাকের একটি বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষত্ব যোগ করতে যেমন ইংল্যান্ডের রানি এলিজাবেথের নাতবউ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বিয়ের ওড়নায় কারুশিল্পীরা সেলাই করে দিয়েছিলেন ৫৩টি ফুল। সেখানে থাকা প্রতিটি ফুল ছিল কমনওয়েলথভুক্ত একেকটি দেশের প্রতীক। আর এই তো […]